রবিবার, ২৭ মার্চ, ২০১৬

ভালোবাসা নিয়ে সুন্দর কিছু বাণী বা উক্তি


ভালোবাসা নিয়ে সুন্দর কিছু বাণী বা উক্তি
  1. মুখে মুখে সবসময় ভালোবাসি ভালোবাসি বলার চেয়ে আমার মনে হয় ভালোবাসার মানুষটাকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার। 
  2. যে কাউকেই ভালোবাসা যায়। ভালোবাসা অনেক পবিত্র একটি অনুভূতি। স্বার্থসিদ্ধির জন্যও প্রেম করা উচিত নয়। প্রেম হচ্ছে পৃথিবীর মধুরতম সম্পর্ক যেখানে থাকবে না কোনো চাওয়া-পাওয়া, থাকবে না কোনো স্বার্থ, থাকবে শুধুই ভালোবাসা।
  3. ভালোবাসা বেঁচে বা টিকে থাকে পরস্পরের বিশ্বাসে। যে প্রেমে বিশ্বাসের ঘাটতি দেখা দেয় সেখানে হয়ত প্রেম থাকে না, থাকে সামাজিকতাকে রক্ষা। 
  4. ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা। আমি যে মানুষটিকে ভালোবাসব তাকে যদি না বুঝতে পারি তাহলে এই প্রেমের কোনো অর্থ আছে বলে মনে হয় না।
  5. সত্যিকারের ভালোবাসা মানুষকে মুক্ত করে, বেঁধে ফেলে না। ভালোবাসা আফিমের মতো, লোহার শিকল নয়। আপনার ভালোবাসার মানুষ খুব সম্ভবত আপনার কাছে ফিরে আসবে যদি আপনি তাকে মুক্ত করে দেন। লোহার শিকল দিয়ে ভালোবাসার মানুষকে আটকে রাখার চেষ্টা করলে পাখি খাঁচা ভেঙ্গে উড়ে যাওয়ার চেষ্টা করবে। শেকল পরানোর চেয়ে পাখিকে ভালোবাসার আফিম খাওয়ান বরং।
  6. ভালোবাসার সাথে প্রত্যাশার (expectation) কোনো সম্পর্ক নাই। সত্যিকারের ভালোবাসা শুধু ভালোবাসার মানুষটিকে সুখী করতে চায়, তার থেকে কোনো প্রতিদান আশা করে না। প্রত্যাশার চাপ আস্তে আস্তে ভালোবাসাকে মেরে ফেলে। আপনার ভালোবাসার মানুষটি আপনার প্রত্যাশা পূরণের মেশিন নয়।
  7. ভালোবাসা দেওয়ার জিনিস, নেওয়ার জিনিস নয়। আপনি যদি ভালোবাসা দেওয়ার চেয়ে ভালোবাসা পাওয়াতে বেশি সুখ পান, তাহলে আপনি এখনো ভালোবাসার গভীরে যেতে পারেননি। গভীর ভালোবেসে যে সুখ পাওয়া যায় তার সাথে প্রায় অন্য কোনো সুখের তুলনা চলেনা!
  8. নিজে অসুখী হয়ে অন্যকে ভালোবেসে সুখী করা যায়না। কেউ আপনার জীবনে সুখ এনে দেবে ভেবে কারো সাথে প্রেমে জড়াবেন না। বরং আপনি কারো জীবনে সুখ এনে দেবেন ভেবে প্রেম করুন।
  9.  ভালবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয়না, হয় হৃদয় এর পবিত্রতা দিয়ে !!! পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত এবং আলোচিত শব্দ “ভালবাসা”। এই ভালোবাসা কখনও কাঁদায়, কখন হাসায়, কেউ এর জন্য আত্মবিসর্জন দেয়। মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালোবাসার মানুষকে পাবার জন্য। আবার এই ভালবাসার জন্য মূল্যবান অনেক কিছুই হারায় যার জন্য বিন্দুমাত্র আফসোস ও কখনো হয় না ............। 
  10. আসলে আমাদের মানব মন খুব ই অস্থির এক জিনিস সে যে কি চাই সে আসলে নিজেও জানে না।আবার সব কিছু জেনে শুনেও এই মন ভুল পথে পা বাড়ায় .........।
  11. ভালোবাসাকে শুধু বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডের মধ্যেকার সম্পর্ক মনে করে ‘ভালোবাসা’ নামক পবিত্র নামটাকে অপমানিত করবেন না। ভালোবাসার পরিধি মহাবিশ্বের মতোই বিশাল। ‘ভালোবাসা’ নামক বস্তুটিতে যতটা আত্মতৃপ্তি পাওয়া যায়, তা আর অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। আর এই আত্মতৃপ্তির পরিপূর্ণ স্বাদ আপনি তখনই পাবেন, যখন এই মহাবিশ্বের স্রষ্টা ও তার সৃষ্টিকে আপনি নিঃস্বার্থভাবে মনঃপ্রাণ দিয়ে ভালোবাসতে পারবেন।
  12. আপনি কখনই পারবেন না অন্য কারও ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে। বরং আপনি যেটা পারবেন তা হল নিজেকে এমন ভাবে তৈরি করতে যাতে যে কেউ আপনার ব্যাবহারে মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে।
  13. আপনি যতোই ভাবুন না কেন যে- অন্যের জন্য আপনি কিছু করছেন কিংবা করে যাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই সেই মানুষগুলো তা বুঝতে পারবে না। তাই বরঞ্চ উচিত হবে তাদের থেকে কোন কিছুর আশা না করা; নইলে আপনাকে দুঃখ পেতে হবে।
  14.  বিশ্বস্ততা অর্জন করতে হলে আপনাকে অনেক বছরের সাধনা করতে হবে, অথচ মাত্র এক সেকেন্ডের ব্যবধানে আপনার উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে যেতে পারে। সুতরাং বুঝে শুনে চলাই মঙ্গল।
  15. জীবনে আপনি কি কি পেয়েছেন তা আপনি হামেশাই ভুলে যাবেন, কিন্তু কি কি হারিয়েছেন তা বারেবারে মনে পড়ে আপনার মনকে ক্ষত বিক্ষত করবে। সুতরাং সবসময় অতীতের ভালো দিকগুলো মনে করবেন, খারাপ কিছু ভেবে নিজেকে অযথা কষ্ট দিবেন না।
  16. চোখের সামনে যাদেরকে দেখছেন তাদেরকে আগামিকাল সকালবেলা আর দেখতে পাবেন কিনা তার কোনও নিশ্চয়তা নেই। তাই কারো সাথে দ্বন্দ্ব থাকলে শেষ বিদায় হয়ে যাবার আগেই সম্পর্কটা সুন্দর করে নিন। যা কিছু হয়েছে তা ভুলে যান। শুধু মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসুন। দেখবেন আপনার নিজের অজান্তেই আশপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসতে শুরু করেছে।
  17. ভালোবাসা হচ্ছে এমন যখন কেউ আপনার হৃদয় ভেঙ্গে দেয় আর সবচেয়ে আবাক বিষয় হচ্চে......আপনি সেই হৃদয়ের প্রতিটি ভাঙ্গা টুকরো দিয়ে তাকে ভালবাসেন।
  18. আবেগের বশীভূত হয়ে ভালোবাসার জন্য জীবনটা শেষ করে দেয়ার অর্থ- ভালোবাসার মানুষের পাশাপাশি আপনজনদেরকে সারাজীবনের জন্য হারানো, সেইসঙ্গে ভালোবাসার মানুষকে অপরাধী বানিয়ে চলে যাওয়া। প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে বিসর্জন দেয়ার নাম জীবন নয়, তার জন্য লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করার নাম জীবন।
  19. ভালোবাসা মানে সম্পর্ক, মানুষে মানুষে বিশ্বাসের ভিত্তি। ভালোবাসার অনেক রূপ। যেমন ভাই-বোনের ভালোবাসা, বাবা-মায়ের ভালোবাসা। পরিবারে একটা পশুর প্রতিও ভালোবাসা হতে পারে। যেমন অনেকে কুকুর পোষে, বিড়াল পোষে, অ্যাকুরিয়ামে মাছ রাখে, পাখিকে কথা বলতে শেখায়। এ সবকিছুই ভালোবাসার বহিঃপ্রকাশ। কেউ কেউ ভালোবাসা থেকে গাছ লাগায়, গাছের পরিচর্যা করে। মানুষের প্রতি গাছের ভালোবাসা আছে কিনা জানি না। হয়তো আছে।একটার পাশে গিয়ে তুমি পরিচর্যা করছ, খোঁজ নিচ্ছ দেখবে সেটি তাড়াতাড়ি বড় হয়ে উঠছে। অন্যটির কোনো খোঁজ নাওনি। তাই সে বেড়ে উঠছে না। এটা কিন্তু পরীক্ষিত। এর থেকেই বোঝা যায় গাছেরও অনুভূতি আছে। ভালোবাসা শুধু নর-নারীর প্রেমের মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যেই ভালোবাসার প্রকাশ ঘটে। একজন রাজনীতিবিদকে মানুষ ভালোবাসে। তাকে হয়তো সামনাসামনি কোনোদিন দেখেওনি। তবুও ভালোবাসে। কেন? শ্রদ্ধাবোধ থেকে! একেকজনের ভালোবাসার বহিঃপ্রকাশ তো একেক রকম। কারওটা সফট। কারও বেলায় খুবই অ্যাংরি। কারওটা কখনও কখনও স্বেচ্ছাচারিতার পর্যায়েও পড়ে। সে অধিকার খাটায়। ভালোবাসার ঘনত্ব বেশি হলেই সেটাকে প্রেম বলা যায়। উদাহরণ দিয়ে বলি। একটি মেয়েকে আমার ভালো লাগে, তাকে ভালোবাসি। এই অনুভূতি যখন গাঢ় হয় তখন সেটাকে প্রেম বলা যেতে পারে।
  20. তুমি যদি ভালবাসো মন থেকে যেখানে থাকেনা দৈহিক চাহিদা প্রথম শর্ত, যেখানে ভালবাসার ভবিষ্যত নির্ভর করে না লাভ ক্ষতির হিসেবের উপর সেখানে ভালবাসা কোন ভাবেই শুধু সময়ের উপর নির্ভর করতে পারেনা। মিথ্যে সার্থে ভরা তিন বছরের ভালবাসাও অর্থহীন তিন দিনের সত্যিকার ভালবাসার কাছে। ভালবাসা ভালবাসাই এবং এর অনুভুতি সবসময়ের জন্য একই । সময় এখানে একমাএ অথবা প্রধান কারন নয়। বাস্তবতার বেড়াজালে যখন ভালবাসার মানুষ দুজন একে অন্য থেকে হয় বিচ্ছিন্ন, যখন মনের হাজার ইচ্ছাও দুটি মানুষকে রাখতে পারেনা কাছাকাছি তখন কিন্তু তাদের মধ্যে তীব্র বেদনার তৈরী হয়। কন্তু এই বেদনাটাকে যদি আমরা বিশ্লেষন করি তাহলে কি দেখতে পাই? দেখতে পাই যে তারা একজন আর একজনকে খুব মিস করতেছে, মিস করতেছে তাদের হাসি,কান্না,খুনসুটি। হয়ত তারা চোখও মোছে মনের মানুষের কথা ভেবে। আবার তাদের নির্মল আনন্দের উপলক্ষ্য এই কষ্টময় বেদনাটুকুই। তারা এটা ভেবে খুশি হয় যে তার ভালবাসার মানুষটি তাকে কত মিস করতেছে, তাকে নিয়ে কত ভাবতেছে, তার জন্য কথা জমিয়ে রাখতেছে। তারা ভেবে খুবই পুলকিত হয় যে তারা একজন আরএকজনকে কত ভালবাসে। সত্যি বেদনাও মানুষকে আনন্দ দিতে পারে, দিতে পারে মনের মানুষকে নিয়ে গর্ব করার সুখময় সুযোগ। আর এই আনন্দই দুটি মানুষকে করে আরো রঙ্গিন, ভালবাসা করে আরো পরিণত।

মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

বিখ্যাত ব্যক্তিদের মজার উক্তি

বিখ্যাত ব্যক্তিদের মজার উক্তি
  1. ভালোভাবে বোঝাতে না পারলে বুঝতে হবে, বিষয়টি ভালোভাবে বোঝেননি আপনি। -আলবার্ট আইনস্টাইন (জার্মান পদার্থবিজ্ঞানী)
  2. একটা সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটা হয় নকল, আর একাধিক সূত্র থেকে কপি করলে হয় গবেষণা। -ডেরিল ওং (বক্তা ও পেশাবিষয়ক প্রশিক্ষক)
  3. পরীক্ষায় কয়েকটি বিষয়ে ফেল করেছিলাম আমি। আমার বন্ধু পাস করেছিল সব বিষয়েই। এখন সে মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার, আর আমি মালিক।-বিল গেটস (ব্যবসায়ী ও মাইক্রোসফটের কর্ণধার)
  4. সত্যি সত্যিই কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন আপনি, আর না চাইলে পাবেন অজুহাত। -জিম রন (মার্কিন উদ্যোক্তা)
  5. কমিটি হলো কয়েকজন লোকের দল, যারা একা একা কোনো কিছুই করতে পারে না। তবে একসঙ্গে এমন সিদ্ধান্ত নেয়, যাতে আসলে কোনো কিছুই হয় না।-ফ্রেড অ্যালেন (মার্কিন কমেডিয়ান)
  6. একা একা মরতে ভয় পান? বাসচালক হোন।-অ্যাবস্টিন ন্যাস্কে (বেলজীয় যোগাযোগ বিশেষজ্ঞ)
  7. মজার ব্যাপার হলো, একটা মানুষের যখন ভয় পাওয়ার মতো কিছুই থাকে না, তখন তিনি বিয়ে করে ফেলেন।-রবার্ট ফ্রস্ট (মার্কিন কবি)
  8. বাচ্চাদের টাকা-পয়সার মূল্য বোঝানোর সহজ উপায় হলো তাদের কাছ থেকে কিছু ধার করা।-অজ্ঞাত
  9. টিভি ও ইন্টারনেট খুবই ভালো জিনিস। কারণ, এই দুটি জিনিস নির্বোধ লোকদের ব্যস্ত রাখে, ফলে তারা আর দশজনকে বিরক্ত করে না সে সময়টুকুতে।-ডগলাস কুপল্যান্ড (কানাডীয় ঔপন্যাসিক)
  10. একটি ভালো উপন্যাসে একজন নায়কের সত্য ঘটনা লেখা থাকে। আর বাজে উপন্যাসে লেখা থাকে ঔপন্যাসিকের সত্য ঘটনা।-জি কে চেস্টারটন (ব্রিটিশ লেখক)
  11. ভালোবাসো, নয়তো আমার কাছ থেকে দূরে চলে যাও। অ্যাই, সবাই যাচ্ছ কোথায় তোমরা?-অজ্ঞাত
  12. আমার দুটো বিয়ের একটিও সুখের হয়নি। প্রথম স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। দ্বিতীয়জন যায়নি।-প্যাট্রিক মুর (ইংরেজ জ্যোতির্বিদ)
  13. আমি খুবই আনন্দিত যে আমি উভকামী নই। মেয়েদের পাশাপাশি যদি ছেলেরাও আমাকে প্রত্যাখ্যান করা শুরু করত, তাহলে কীভাবে আমি তা সহ্য করতাম?-বার্নার্ড ম্যানিং (ইংরেজ কৌতুক অভিনেতা)
  14. আপনারা নিশ্চয়ই জানেন পানিপূর্ণ বালতিতে একটি লাঠি ডুবিয়ে রাখলে সেটাকে বাঁকা দেখায়। এ জন্যই আমি গোসল করি না।-স্টিভেন রাইট (মার্কিন লেখক ও অভিনেতা)
  15. পাগলামি রোগটি বংশানুক্রমিক। রোগটি আপনার সন্তানদের মাধ্যমে আপনার মধ্যে ছড়িয়ে পড়তে পারে।-স্যাম লেভিনসন (মার্কিন অভিনেতা)
  16. কঠোর পরিশ্রম করেন সুপরিচিত হওয়ার জন্য, এবং তারপর কালো রোদচশমা পরে ঘোরাফেরা করেন, যাতে করে কেউ তাঁকে চিনতে না পারে।-ফ্রেড এ অ্যালেন (মার্কিন কৌতুক অভিনেতা)
  17. কী করে রিলাক্স করা সম্ভব—এই বিষয়ে একটা বই পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু একসময় ঘুমিয়ে পড়লাম আমি!-জিম লয়
  18. মাছের সামনে সব মানুষই সমান। সবাই শত্রু।-হার্বার্ট হুভার (সাবেক মার্কিন প্রেসিডেন্ট)
  19. সত্যি বলার চেয়ে ভালো কোনো পথ নেই, যদি না আপনি অসাধারণ মিথ্যাবাদী হন।-জেরোম কে জেরোম (ব্রিটিশ লেখক)
  20. সে-ই ভালো বন্ধু যে অর্ধেক ভেঙে যেতে দেখেও আপনাকে ভালো একটা ডিম হিসেবে বিবেচনা করে।-অজ্ঞাত
বিল গেটস
বিখ্যাত ব্যক্তিদের মজার উক্তি

বুধবার, ১৬ মার্চ, ২০১৬

ভালোবাসা নিয়ে বিখ্যাত বাণী

ভালোবাসা নিয়ে বিখ্যাত বাণী 
ভালোবাসা নিয়ে বিখ্যাত উক্তি

  1. ভালোবাসার জন্য স্বার্থ ত্যাগে কোন ন্যায় অন্যায় বোধ থাকে না। - টেনিসন
  2. ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। - ডেভিড রস
  3. জীবন যেন একটা ফুল আর জীবনের ভালোবাসা হলো মধু স্বরূপ। - সেকেনা
  4. মা, বোন, স্ত্রী অথবা কন্যা- যে রূপেই হোক না কেন, নারীর প্রেম পুরুষের প্রেম অপেক্ষা শ্রেষ্ঠ ও পবিত্র"। - এইচ.জি.লরেন্স
  5. একদিন বৃষ্টিতে বিকেলে, থাকবেনা সাথে কোন ছাতা শুধু দেখা হয়ে যাবে মাঝ-রাস্তায়, ভিজে যাবে চটি,জামা,মাথা থাকবেনা রাস্তায় গাড়ীঘোড়া, দোকানপাট সব বন্ধ শুধু তোমার-আমার হৃদয়ে ভিজে মাটির সোদা গন্ধ! - অঞ্জন দত্ত
  6. আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাদেঁ, তবে আমার অস্তিত্বের কোন মুল্য নেই। - সুইফট।
  7. যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে।'……এলিজাবেথ বাওয়েন
  8. প্রেম একটি চমৎকার অসুখ। কষ্ট পাওয়ার, তিলে তিলে, ধুকে ধুকে মরার জন্য এমন অসুখ খুব বেশী নেই। - তপংকর চক্রবর্তী।
  9. সত্যিকারের ভালবাসার তার পাত্র বা পাত্রীকে সুস্থ ও সুখী দেখতে চায় । - শরত্চন্দ্র
  10. সবকিছুর শুরু, মধ্য এবং অন্তই হচ্ছে প্রেম। → নফডেয়ার
  11. প্রেমের মধ্যে ভয় না থাকিলে রস নিবিড় হয় না-রবীন্দ্রনাথ ঠাকুর।
  12. ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে। হয়ত খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই- হুমায়ূন আহমেদ।
  13. প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না, বড় জোর বিয়ে করতে পারে-ওয়াশিংটন অলসটন।
  14. বিরক্তিকর কোনো মানুষ ফ্রড হতে পারে না । পৃথিবী তে ফ্রড মাত্র ই ইন্টারেস্টিং ক্যারেক্টার হয় । - হুমায়ূন আহমেদ।
  15. প্রেম হয় শুধু দেখা ও চোখের , ভাল লাগা থেকে, রাগ থেকে ,প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম,হয়, প্রেম হয়,অপমান থেকে, এমনকি প্রেম,হয় লজ্জা থেকেও। প্রেম,আসলে লুকিয়ে আছে মানবসম্প্রদায়ের,প্রতিটি ক্রোমসমে। একটু সুযোগ,পেলেই সে জেগে উঠে। - হুমায়ূন আহমেদ।
  16. একজন সুন্দর, আকর্ষণীয় রমণীর পাশে ২ ঘণ্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে!! এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় ২ মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন । - আলবার্ট আইনস্টাইন।
  17. পাখি উড়ে গেলেও পলক ,ফেলে যায় আর মানুষ চলে,গেলে ফেলে রেখে যায় স্মৃতি । - হুমায়ূন আহমেদ
  18. নিজের সার্টিফিকেট নিজেই দিও না।খেয়াল করে দেখ যে, সবাই তোমাকে কি ভাবে।তাদের কাছেই সার্টিফিকেট নাও।নিজের সমালোচনা করেই দেখ না,শুদ্ধ হওয়া কঠিন কিছু না । - হুমায়ূন আহমেদ।
  19. লাইফে কিছু ফিল্মি ব্যাপার থাকার উচিত ছিল। এই যেমন কাউকে খুব মিস করছি আর সে বুঝে গেল ব্যাপারটা! মুখে বলা লাগলো না… এটা আসলে খুব পেইনফুল। মিসও করছি আবার বলতেও ইচ্ছা হচ্ছে না ! - হুমায়ূন আহমেদ।
  20.  মেয়েদের তৃতীয় নয়ন থাকে। এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে। পুরুষের খারাপ দৃষ্টিও বুঝে। মুরুব্বি কোন মানুষ মা- মা বলেপিঠে হাত বুলাচ্ছে – সেই স্পর্শ থেকেও, সে বুঝে ফেলে মা ডাকের অংশে ভেজাল কতটুকু আছে।-হুমায়ূন আহমেদ।

ভালোবাসা সম্পর্কিত বিখ্যাত উক্তি



ভালোবাসা সম্পর্কিত বিখ্যাত উক্তি
ভালোবাসা সম্পর্কিত বিখ্যাত বাণী
  1. ভালোবাসা একটি সাময়িক সমাধি । - প্লেটো 
  2.   প্রেম ও হাঁসি ছাড়া আমাদের জীবনে প্রকৃত কোন আনন্দ নাই । তাই যদি বাচার আনন্দ নিয়ে বাচতে হয় তবে প্রেম ও হাসির মধ্যে দিয়ে বাচতে হবে । - হোরেস
  3.    ভালোবাসা তালাবদ্ধ হৃদয়ের দরজা মুহূর্তে খুলে দেয় । - টমাস 
  4. প্রেম মানুষের সকল প্রকার হতাশা থেকে মুক্তি দেয় ।
  5. পুরুষ অনে ঠেকে , অনেক ঘাখেয়ে ভালবাসতে শেখে । - রবীন্দ্রনাথ ঠাকুর 
  6. প্রেম মানুষকে সংযমী,চরিত্রবান,বলবান সাধনার দৃঢ়বান করে যুবকে সংগ্রামশীল, মসৎ ও গৌরাবশীল করে । - লুৎফর রহমান 
  7. মেয়ে মানুষের ভালোবাসা সবুর করতে পারেনা, বিধাতা তার হাতে সে অবসর দেয়নি । 
  8. তুমি আমায় ভালোবাস তাই আমি কবি , আমার এ রুপ সে যে তোমার ভালবাসার ছবি । - কাজী নজরুল ইসলাম 
  9. তোমার প্রেমের বন্যায় বধু হায়, দুই কুল আমার ভাঙ্গিয়া ভাঙ্গিয়া যায় । - কাজী নজরুল ইসলাম 
  10. ভালবাসা অনেকটা ফুলের সুরভীর মতো , সে একবার উড়ে গেলে এর ফিরে আসে না, যেমন নদীর পাড় একবার ভাঙ্গলে আর জোরা লাগে না ।  
  11. ভালবাসার মাঝে হালকা ভয় থাকলে, সেই ভালবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি আরও ভালোবাসা বেড়ে যায় । - হুমায়ন আহমেদ
  12. যদি তাহার বড় বড় ভুল ক্ষমা করতে না পার, তাহলে তাকে ভালবাসার যোগ্য তুমি নও । রবীন্দ্রনাথ ঠাকুর
  13. ভালবাসার পর হচ্ছে মুক্তি , তার চেয়ে শত গুন মুক্তি হচ্ছে ডিভোর্স ।
  14. প্রেম প্রকৃতির দ্বিতীয় সূর্য । - জর্জ চ্যাপম্যান
  15. ঘৃণা অন্ধ, প্রেমের মতই। - টমাস ফুলার  
  16. কেউ ভালোবাসা পেলে এমন কি সুখ ছাড়াও সে বাঁচতে পারে। - দস্তয়েভস্কি
  17. যে নারীকে আমি ভালবাসি তার সাহায্য সমর্থন ছাড়া আমি যেমনটি চাই তেমনি নৃপতিরুপে আমার দায়িত্বের গুরুভার বহন এবং আমার কর্তব্য পালন আমার সাধ্যের অতীত বলে আমার মনে হয়েছে। - অষ্টম এডওয়ার্ড
  18. ভালোবাসি আমারা কোন কারন ছাড়াই, কারন ছাড়াই ঘৃণা করি। - জাঁ ফ্রাঁসোয়া রেনার
  19. ওহ, এতো ভাল তাকে আমি বেসেছি , ঘৃনার কোন অনুভূতিই না থাকে তার প্রতি। - জাঁ রাসিন
  20. ভালোবাসা এবং ভয় একত্রে মিশ্রিত হতে পারে না। - রেগনার্ড
Mejbah Uddin Rabbi
Mejbah uddin Rabbi
Follow Me Google+ : Click Here                                                                      Follow Me Fb : Click Here

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সব বাণী

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সব বাণী
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সব বাণী বা উক্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সব বাণী বা উক্তি 
  1. সুশিক্ষার লক্ষণ এই যে, তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তিদান করে। ------------------- রবীন্দ্রনাথ ঠাকুর
  2. হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান ।-----------------রবীন্দ্রনাথ ঠাকুর
  3. যার সঙ্গে মানুষের লোভের সম্বন্ধ তার কাছ থেকে মানুষের প্রয়োজন উদ্ধার করে; কিন্তু কখনো তাকে সম্মান করে না । ---------------রবীন্দ্রনাথ ঠাকুর
  4. পৃথিবীর মুখ আমি দেখিয়াছি এবার দেখিব বাংলার মুখ । --------------রবীন্দ্রনাথ ঠাকুর
  5. যে তোমার সুখে আনন্দিত হয়, যে তোমার কস্টে দুখ পাই, যে তোমার নিরবতার কারণ খোজে, সেই তোমার প্রকৃত বন্ধু । --------------রবীন্দ্রনাথ ঠাকুর
  6. পৃথিবিতে সব চেয়ে অসহায় সে, যে নিজের রাগ,অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারেনা একটু চিৎকার করে কাঁদতে পারেনা শুধু চোখের জল লুকিয়ে হাসে । --------------রবীন্দ্রনাথ ঠাকুর
  7. প্রতাপ জিনিসটা যেখানে থাকে সেখানেই নিভে যায় । --------------রবীন্দ্রনাথ ঠাকুর
  8. যদি তোমারে নাহি পরে মনে ভেবে নিও সে তো আসিবে না ফিরে । ---------------------রবীন্দ্রনাথ ঠাকুর
  9. অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় | --------------------রবীন্দ্রনাথ ঠাকুর
  10. একজন বিবাহিত মেয়ে কোন দিনই কুমারী জীবনে ফিরে যেতে পারে না। কিন্ত কাছাকাছি হয়ত যাওয়া যায়। চেস্টা করলেই যাওয়া যায । --------------------রবীন্দ্রনাথ ঠাকুর”
  11. অবাধ্য বউ যার, জীবন তার দূর্বিসহ । ---------------------– রবীন্দ্রনাথ ঠাকুর
  12. “মেয়েরা অল্প কারণে কাদতে জানে এবং বিনা কারণে হাস কারণ ব্যতীত কার্য হয় না, জগতের এই কড়া নিয়মটা কেবল পুরুষের পক্ষেই খাটে । ------------------রবীন্দ্রনাথ ঠাকুর
  13. যে সমাজে কিছুই ভাব বার নেই, কিছুই করবার নেই, সমস্তই ধরাবাধা, সে সমাজ কি বুদ্ধিমান, শক্তিমান মানুষের বাস যোগ্য? সে সমাজ মৌমাছির চাক বাধার যায়গ । ------------- রবীন্দ্রনাথ ঠাকুর”
  14. সময়ের সমুদ্রে আছি,কিন্তু একমুহূর্ত সময় নেই । ------------------- রবীন্দ্রনাথ ঠাকুর ”
  15. অক্ষমের লোভ আলাদীনের প্রদীপের গুজব শুনলেই লাফিয়ে উঠে । -----------------রবীন্দ্রনাথ ঠাকুর”
  16. শিমুল কাঠই হোক আর বকুল কাঠই হোক, আগুনের চেহারাটা একই । --------------------রবীন্দ্রনাথ ঠাকুর”
  17. আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি জ্ঞান এবং আর একটি প্রেম । -------------- রবীন্দ্রনাথ ঠাকুর
  18. পৃথিবী যত বেশি পঙ্কিল, পৃথিবীর সংশোধন-কার্য তত বেশি পবিত্র । --------------- রবীন্দ্রনাথ ঠাকুর
  19. যে মানুষ আপনার আত্মার মধ্যে অন্যের আত্মাকে ও অন্যের আত্মার মধ্যে আপনাকে জানে, সেই জানে সত্যকে । -----------রবীন্দ্রনাথ ঠাকুর
  20. মানুষ অপমানকে বিশুদ্ধভাবে আবিষ্কার করে এমন কর্মের যোগে যার সঙ্গে সাংসারিক দেনা-পাওনার হিসাব নেই। ---------------রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম এর বাণী


কাজী নজরুল ইসলাম এর বাণী
কাজী নজরুল ইসলাম উক্তি
কাজী নজরুল ইসলাম।
  1. ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জরতার ।  -----কাজী নজরুল ইসলাম।
  2. ভালোবাসা যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না  -----------------কাজী নজরুল ইসলাম
  3. সত্য যদি লক্ষ্য হয়, সুন্দর ও মঙ্গলের সৃষ্টি সাধনা ব্রত হয়, তবে তাহার লেখা সম্মান লাভ করিবেই করিবে॥------------------কাজী নজরুল ইসলাম
  4. কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পুর্ণ আলাদা ।কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন । -----------—-কাজী নজরুল ইসলাম
  5. শুণ্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙ্গিছো গড়িছো নীতি ক্ষণে ক্ষণে নির্জনে প্রভু নির্জনে খেলিছো -------------–কাজী নজরুল ইসলাম
  6. নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই,তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই । ---------------–কাজী নজরুল ইসলাম
  7. ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই। ------------–কাজী নজরুল ইসলাম
  8. প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন। ---------------–কাজী নজরুল ইসলাম
  9. অন্ধের মতো কিছু না বুঝিয়া, না শুনিয়া, ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না । নিজের বুদ্ধি, নিজের কার্যশক্তিকে জাগাইয়া তোলে । -----------------কাজী নজরুল ইসলাম
  10. আর্থ দিয়ে মাড়োয়ারিকে, জমিদার, মহাজনকে বা ভিখারিকে হয়তো খুশি করা যায়, কিন্তু কবিকে খুশি করা যায় না । _______কাজী নজরুল ইসলাম
  11. মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই .আমি যেন মসজিদেরই আযান শুনতে পাই .---------------------কাজী নজরুল ইসলাম
  12. সত্যকে অস্বীকার করিয়া ভশ্তামি দিয়া কখনো মঙ্গল উৎসবের কল্যাণ প্রদীপ জ্বলিবে না  । ---------------------কাজী নজরুল ইসলাম
  13. যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার ওপর ইমারত যতবার খাঁড়া করা যাবে, ততবার তা পড়ে যাবে ।.---------------------কবি কাজী নজরুল ইসলাম
  14. খোদার কি আশ্চর্য মহিমা । রাজা--যার অত ধন মালামাত্তা, অত প্রতাপ, সেও মরে মাটি হয় । আর যে ভিখারি খেতে না পেয়ে তালপাতার কুঁড়েতে কুঁকড়ে মরে পড়ে থাকে, সেও মাটি হয় । --------------------কাজী নজরুল ইসলাম
  15. শোন মর্ত্যের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লীব  । --------------------কবি কাজী নজরুল ইসলাম
  16. তিনিই আর্টিস্ট, যিনি আর্ট ফুটাইয়া তুলিতে পারেন । আর্টের অর্থ সত্য প্রকাশ এবং সত্য মানেই সুন্দর; সত্য চিরমঙ্গলময় । --------------------কাজী নজরুল ইসলাম
  17. অসুন্দর পৃথিবীকে সুন্দর করতে; সর্বনির্যাতন থেকে মুক্ত করতেই মানুষের জন্ম। --------------------কাজী নজরুল ইসলাম
  18. অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যেকে অস্বীকার করে ফেলা হয় । তাতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে ও রকম মেয়েলি বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো । --------------------কাজী নজরুল ইসলাম
  19. অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যেকে অস্বীকার করে ফেলা হয় । তাতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে ও রকম মেয়েলি বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো । --------------------কাজী নজরুল ইসলাম
  20. ব্যার্থ না হওয়ার সব চাইতে নিশ্চিন্ত পথ হলো সাফল্য অর্জনে দৃঢ় সঙ্কল্প হওয়া  । --------------------কাজী নজরুল ইসলাম

মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

হুমায়ুন আজাদের ৩০ টি উক্তি বা বাণী


হুমায়ুন আজাদের ৩০ টি উক্তি বা বাণী
  1. পা, বাঙলাদেশে, মাথার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পদোন্নতির জন্যে এখানে সবাই ব্যগ্র। কিন্তু মাথার যে অবনতি ঘটছে, তাতে কারো কোনো উদ্বেগ নেই।
    হুমায়ুন আজাদের ৩০ টি উক্তি
  2. এখানকার একাডেমিগুলো সব ক্লান্ত গর্দভ; মুলো খাওয়া ছাড়া ওগুলোর পক্ষে আর কিছু অসম্ভব।
  3. জন্মাতরবাদ ভারতীয় উপমহাদেশের অবধারিত দর্শন। এ অঞ্চলে এক জন্মে পরীক্ষা দিতে হয়, আরেক জন্মে ফল বেরোয়, দু-জন্ম বেকার থাকতে হয়, এবং ভাগ্য প্রসন্ন হ’লে কোন এক জন্মে চাকুরি মিলতেও পারে।
  4. বাঙলাদেশে কয়েকটি নতুন শাস্ত্রের উদ্ভব ঘটেছে; এগুলো হচ্ছে স্তুতিবিজ্ঞান, স্তব সাহিত্য, সুবিধা দর্শন ও নমস্কারতত্ত্ব।
  5.  এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত।
  6.  টেলিভিশন, নিকৃষ্ট জিনিশের একনম্বর পৃষ্ঠপোষক, হিরোইন প্যাথেডিনের থেকেও মারাত্মক। মাদক গোপনে নষ্ট করে কিছু মানুষকে, টেলিভিশন প্রকাশ্যে নষ্ট করে কোটি কোটি মানুষকে।
  7. পৌরানিক পুরুষেরা সামান্য অভিজ্ঞতা ভিত্তি ক‘রে অসামান্য সব সিদ্ধান্ত নিতেন। যযাতি পুত্রের কাছে থেকে যৌবন ধার ক’রে মাত্র এক সহস্র বছর সম্ভোগের পর সিদ্ধান্েত পৌছেন যে সম্ভোগে কখনো তৃপ্তি আসে না! এতো বড়ো একটি সিদ্ধান্েতর জন্যে সহস্র বছর খুবই কম সময় : আজকাল কেউ এতো কম অভিজ্ঞতায় এতো বড়ো একটি সিদ্ধান্ত নেয়ার সাহস করবে না।
  8.  অভিনেতারা সব সময়ই অভিনেতা; তারা যখন বিপ্লব করে তখন তারা বিপ্লবের অভিনয় করে। এটা সবাই বোঝে, শুধু তারা বোঝে না।
  9. বাঙলাদেশের প্রধান মূর্খদের চেনার সহজ উপায় টেলিভিশনে কোনো আলোচনা-অনুষ্ঠান দেখা। ওই মূর্খমন্ডলিতে উপস্থাপকটি হচ্ছেন মূর্খশিরোমণি।
  10. থিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে ক’রে তাদের জীবন ব্যর্থ; কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারে নি
  11. মৌলিকতা হচ্ছে মঞ্চ থেকে দূরে অবস্থান।
  12. এরশাদের প্রধান অপরাধ পরিবেশদূষন : অন্যান্য সরকারগুলো পুরুষদের দূষিত করেছে, এরশাদ দূষিত করেছে নারীদেরও।
  13. বাঙালি একশো ভাগ সৎ হবে, এমন আশা করা অন্যায়। পঞ্চাশ ভাগ সৎ হ’লেই বাঙালিকে পুরস্কার দেয়া উচিত।
  14. একজন চাষী বা নদীর মাঝি সাংস্কৃতিকভাবে যতোটা মূল্যবান, সারা সচিবালয় ও মন্ত্রীপরিষদও ততোটা মূল্যবান নয়।
  15. মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য। মানুষ থাকলে বুঝতে হবে কবিতা আছে : কবিতা থাকলে বুঝতে হবে মানুষ আছে।
  16.  বাঙালি আন্দোলন করে, সাধারণত ব্যর্থ হয়, কখনোকখনো সফল হয়; এবং সফল হওয়ার পর মনে থাকে না কেনো তারা আন্দোলন করেছিলো।
  17. এখন পিতামাতারা গৌরব বোধ করেন যে তাঁদের পুত্রটি গুন্ডা। বাসায় একটি নিজস্ব গুন্ডা থাকায় প্রতিবেশীরা তাঁদের সালাম দেয়, মুদিদোকানদার খুশি হয়ে বাকি দেয়, বাসার মেয়েরা নির্ভয়ে একলা পথে বেরোতে পারে, এবং বাসায় একটি মন্ত্রী পাওয়ার সম্ভাবনা থাকে।
  18.  এদেশের মুসলমান এক সময় মুসলমান বাঙালি, তারপর বাঙালি মুসলামান, তারপর বাঙালি হয়েছিলো; এখন আবার তারা বাঙালি থেকে বাঙালি মুসলমান, বাঙালি মুসলমান থেকে মুসলমান বাঙালি, এবং মুসলমান বাঙালি থেকে মুসলমান হচ্ছে। পৌত্রের ঔরষে জন্ম নিচ্ছে পিতামহ।
  19. নিন্দুকেরা পুরোপুরি অসৎ হ’তে পারেন না, কিছুটা সততা তাঁদের পেশার জন্যে অপরিহার্য; কিন্তু প্রশংসাকারীদের পেশার জন্য মিথ্যাচারই যথেষ্ট।
  20. বাস্তব কাজ অনেক সহজ অবাস্তব কাজের থেকে ; আট ঘন্টা একটানা শ্রম গাধাও করতে পারে, কিন্তু একটানা এক ঘন্টা স্বপ্ন দেখা রবীন্দ্রনাথের পক্ষেও অসম্ভব।
  21. প্রতিটি সার্থক প্রেমের কবিতা বলতে বোঝায় যে কবি প্রেমিকাকে পায় নি, প্রতিটি ব্যর্থ প্রেমের কবিতা বোঝায় যে কবি প্রেমিকাকে বিয়ে করেছে।
  22. তৃতীয় বিশ্বের নেতা হওয়ার জন্যে দুটি জিনিশ দরকার : বন্দুক ও কবর।
  23. প্রতিটি বিজ্ঞাপনে পণ্যটির থেকে পণ্যাটি অনেক লোভনীয়; তাই ব্যর্থ হচ্ছে বিজ্ঞাপনগুলো। দর্শকেরা পণ্যের থেকে পণ্যাটিকেই কিনতে ও ব্যবহার করতে অধিক আগ্রহ বোধ করে।
  24.  কোন দেশের লাঙলের রূপ দেখেই বোঝা যায় ওই দেশের মেয়েরা কেমন নাচে, কবিরা কেমন কবিতা লেখেন, বিজ্ঞানীরা কি আবিষ্কার করেন, আর রাজনীতিকেরা কতোটা চুরি করে।
  25. যতোদিন মানুষ অসৎ থাকে, ততোদিন তার কোনো শত্রু থাকে না; কিন্তু যেই সে সৎ হয়ে উঠে, তার শত্রুর অভাব থাকে না।
  26.  এদেশে সবাই শিক্ষানুরাগী ও সমাজসেবক : দারোগার শোকসংবাদেও লেখা হয়, ‘তিনি শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন’।
  27.  শিল্পকলা হচ্ছে নিরর্থক জীবনকে অর্থপূর্ণ করার ব্যর্থ প্রয়াস।
  28. কিছু বিশেষন ও বিশেষ্য পরস্পরসম্পর্কিত; বিশেষ্যটি এলে বিশেষন আসে, বিশেষন এলে বিশেষ্য আসে। তারপর একসময় একটি ব্যবহার করলেই অন্যটি বোঝায়, দুটি একসাথে ব্যবহার করতে হয় না। যেমন : ভন্ড বললেই পীর আসে, আবার পীর বলতেই ভন্ড আসে। এখন আর ‘ভন্ড পীর’ বলতে হয় না; ‘পীর’ বললেই ‘ ভন্ড পীর ’ বোঝায়।
  29. ভক্ত শব্দের অর্থ খাদ্য। প্রতিটি ভক্ত তার গুরুর খাদ্য। তাই ভক্তরা দিনদিন জীর্ণ থেকে জীর্ণতর হয়ে আবর্জনায় পরিণত হয়।
  30. বাঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে বই খুলুন, অবাঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে টেলিভিশন খুলুন।

হুমায়ূন আজাদ এর বিখ্যাত উক্তি

হুমায়ূন আজাদ এর বিখ্যাত উক্তি
হুমায়ূন আজাদ এর বিখ্যাত বানী


  1. বাঙালি যখন সত্য কথা বলে তখন বুঝতে হবে পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে।----হুমায়ূন আজাদ 
  2.  মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে।
  3. সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষণীয়। কিন্তু ভণ্ডরা বলেন উল্টো কথা। 
  4. ‘মিনিষ্টার’ শব্দের মূল অর্থ ভৃত্য। বাঙলাদেশের মন্ত্রীদের দেখে শব্দটির মূল অর্থই মনে পড়ে।
  5.  আমাদের অঞ্চলে সৌন্দর্য অশ্লীল, অসৌন্দর্য শ্লীল। রুপসীর একটু নগ্ন বাহু দেখে ওরা হৈ চৈ করে, কিন্তু পথে পথে ভিখিরিনির উলঙ্গ দেহ দেখে ওরা একটুও বিচলিত হয় না।
  6. শ্রদ্ধা হচ্ছে শক্তিমান কারো সাহায্যে স্বার্থোদ্ধারের বিনিময়ে পরিশোধিত পারিশ্রমিক।
  7. আগে কারো সাথে পরিচয় হ’লে জানতে ইচ্ছে হতো সে কী পাশ? এখন কারো সাথে দেখা হ’লে জানতে ইচ্ছে হয় সে কী ফেল?
  8.  ব্যর্থরাই প্রকৃত মানুষ, সফলেরা শয়তান।
  9.  জনপ্রিয়তা হচ্ছে নেমে যাওয়ার সিঁড়ি। অনেকেই আজকাল জনপ্রিয়তার পথে নেমে যাচ্ছে।
  10. উন্নতি হচ্ছে ওপরের দিকে পতন। অনেকেরেই আজকাল ওপরের দিকে পতন ঘটছে।
  11.  অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশির কৃতিত্ব, হৃদয়ের কৃতিত্ব নয়।
  12. শৃঙ্খলপ্রিয় সিংহের থেকে স্বাধীন গাধা উত্তম।
  13.  প্রাক্তন বিদ্রোহীদের কবরে যখন স্মৃতিসৌধ মাথা তোলে, নতুন বিদ্রোহীরা তখন কারাগারে ঢোকে, ফাসিঁকাঠে ঝোলে।
  14.  বেতন বাঙলাদেশে এক রাষ্ট্রীয় প্রতারণা। এক মাস খাটিয়ে এখানে পাঁচ দিনের পারিশ্রমিক দেয়া হয়।
  15. কবিরা বাঙলায় বস্তিতে থাকে, সিনেমার সুদর্শন গর্দভেরা থাকে শীতাতপনিয়ন্ত্রিত প্রাসাদে।
  16. মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, তবে বাঙালির ওপর বিশ্বাস রাখা বিপজ্জনক।
  17. বুদ্ধিজীবীরা এখন বিভক্ত তিন গোত্রে। ভন্ড, ভন্ডতর, ভন্ডতম।
  18. শিক্ষকের জীবনের থেকে চোর, চোরাচালানি, দারোগার জীবন অনেক আকর্ষণীয়। এ সমাজ শিক্ষক চায় না, চোর-চোরাচালানি-দারোগা চায়।
  19.  শয়তানের প্রার্থনায় বৃষ্টি নামে না, ঝড় আসে; তাতে অসংখ্য সৎ মানুষের মৃত্যু ঘটে।
  20.  যে বুদ্ধিজীবী নিজের সময় ও সমাজ নিয়ে সন্তুষ্ট, সে গৃহপালিত পশু।

সফলতার জন্য বিখ্যাত উক্তি বা বাণী


  1. পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার সামাথ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে অপদার্থই ভেবে যাবে । 
    মার্ক টোয়েন বিখ্যাত উক্তি
  2. "অপেক্ষা করবেন না সুসময়ের জন্য, সময় কখনই কাওকে উত্তম সময় দান করে না। কিছু না কিছু সমস্যা,ঝামেলা,চ্যালেঞ্জ এসে সামনে দাঁড়াবেই।এরই মাঝে নিজেকে এগিয়ে নিতে হবে,আর তাই শুরু করতে হবে আজই, প্রতিটা পদক্ষেপের মাধ্যমে জানতে পারবেন নতুন উপাই,শিখতে পারবেন নতুন কিছু,করতে পারবেন নতুন জিনিস ফলে হবেন আরও শক্তিশালী ফলে আপনাকে নিয়ে যাবে নিশ্চিত সফলতার দিকে"।---মার্ক ভিক্টর
  3. পৃথিবীর যে কোনও কিছু তৈরি অথবা যে কোনও কিছু করার মূল হাতিয়ারই হল কাজ করা। কোনও কিছুই আপনি করতে পারবেন না যদি তা করার জন্য আপনার চেষ্টা না থাকে,কোনও কিছুই আপনি বানাতে পারবেন না যদি আপনি নিজে তাকে গড়তে না চান।শারীরিক শক্তি দিয়ে কোনও কিছুই হয় না।বুদ্ধিমত্তার জোরেও আপনি একটা জাইগায় যেয়ে আটকে যাবেন কিন্তু পরিশ্রম আর কাজ করার গুণের মাধ্যমে আপনি পারবেন একটা কিছু তৈরি করতে বা নিজে কিছু একটা হয়ে যেতে এমনকি শারীরিক যে শক্তির ব্যাপার তাও অর্জন হয় শক্তি অর্জনের চেষ্টার মাধ্যমে এমনিভাবে বুদ্ধিমত্তারও বিকাশ ঘটে শুধু আপনার চেষ্টার মাধ্যমে আর চেষ্টার আরেক নামই হল পরিশ্রম,পরিশ্রম এবং পরিশ্রম!!"<-----ক্যালভিন কলিজ
  4. গল্প সব সময় সুন্দর হয় কারন বিষয়বস্তু সুন্দর থাকে। অথচ লোকে সেই সব গল্পই বেশি পছন্দ করে যা বেশি অ্যাডভেঞ্চার দেয় , ঠিক তেমনিভাবে সহজ কিছুতেই পার পেয়ে যাবেন ভাবলে তা হবে সাধারণ গল্পের ন্যায় সাধারণ জিনিস,অথচ সকল কিছু সামলে উঠে কঠোর স্রমে যদি কিছু লব্ধ হয় তবে তাই হবে সত্যিকারের সফলতার গল্প"।---আব্রাহাম লিংকন
    আব্রাহাম লিংকন বানী
  5. “বাইরের কোনও জিনিস বা শক্তি আপনাকে সফল করে তুলতে পারবে না। বরং এটা আপনি আর আপনার মন। আপনি যদি মনে করেন আপনি পারবেন আর সেই অনুযায়ী চেষ্টা চালান তবে নিশ্চিত আপনি সফল হবেন।কিন্তু এই ছোট্ট ব্যাপারটি সহজেই কেও বোঝে না এবং মানেও না।তবে হ্যাঁ, আপনি বুঝে মেনে চলুন-আপনি সফল হবেন”।---মার্কাস অরেলাস।
  6. তাদের থেকে দূরে থাকুন যারা আপনার লক্ষ্য পূরণের ব্যাপারে আপনাকে নিরাশ করে। ক্ষুদ্র ব্যক্তি মাত্রই এমনটা করে কেনোনা তারা নিজেরা পরিশ্রম করে না ফলে পরিশ্রমের কোনও জিনিস তারা ভাবতেও পারে না। তাদেরকে বন্ধু বানান যারা আপনার লক্ষ্যকে স্বাগত জানায় আর বলে-এটা সম্ভব এবং আপনি পারবেন”।---মার্ক টোয়েন
  7. আত্মবিশ্বাসই হল সফলতার প্রথম সোপান যদিও সম্পূর্ণ সিঁড়ি আপনি দেখতেও না পান”।---মার্টিন লুথার কিং
  8. তোমার মনের উপর তোমার নিয়ন্ত্রন রয়েছে ! এক মাত্র তুমিই পারো তোমার মনকে এক নিমিষে ভালো করে তুলে সফলতার দ্বারে পৌঁছে যেতে ! বাইরের কোনও কিছুই তোমাকে জাগাতে পারবে না যদি নিজে থেকে না জাগো। তাই সকল বাঁধা উপেক্ষা করে নিজের উপর প্রথমে নিয়ন্ত্রন নিয়ে এসো - সফলতা তোমার থেকে খুব বেশি দূরে নয়।"---মার্কাস অরেলাস
  9. আত্মবিশ্বাস হল তুমি পদক্ষেপ গ্রহন করলে যদিও তুমি দেখতে পাচ্ছো না আসলে সামনে কি অপেক্ষা করছে কেনোনা তোমার বিশ্বাস আছে তুমি অবশ্যই দ্বারে পৌঁছে যাবে আর এটাই হল আত্মবিশ্বাস"। ---মার্টিন লুথার কিং
  10. যদি তুমি সত্যিয় কোনও কিছু করে দেখাতে চাও তবে উপাই আছে একটাই-তুমি নিজে কাজটি করো"।---নেপোলিয়ান বোনাপার্ট
  11. যে পরিশ্রম করতে জানে তাকে হারানোর সাধ্য কারও নেই”।----বেব রুথ
  12. আমি যখন ছোট ছিলাম তখন একটা জিনিস খেয়াল করে দেখতাম যে আমি যদি ১০ বার চেষ্টা করতাম তবে মাত্র একবার সফল হতাম। এই জন্যই আমি ১০গুন ১০ অর্থাৎ ১০০ বার চেষ্টা করতাম ফলে আমার সফলতার মাত্রা ছিল ১০০ তে ১০ বার।আর বিফলতার মাত্রা যতো বেশিয় হোক না কেন আমার ১০ বারের সফলতার ফল সমস্ত ব্যর্থতার মাত্রাকে ছাড়িয়ে গেছে আর এটা শুধু আমার জন্যই না, সকলের জন্যই প্রযোজ্য”।---জর্জ বার্নাড’শ
  13. তিনটি জিনিস প্রয়োজন জীবনে সফল হতে,এক-কঠোর পরিশ্রম, দুই-লেগে থাকা আর তিন- সাধারণ বিচার বুদ্ধি”।---থমাস আল্ভা এডিসন
  14. অতীতের কথা ভেবে নিজেকে দোষী ভাবাটা স্বাভাবিক, ভবিষ্যৎ এর কথা ভেবে হতাশায় মুষড়ে পড়াটা স্বাভাবিক , কিন্তু মানুষ বেঁচে থাকে তার বর্তমানকে নিয়ে। কারন ভবিষ্যৎ বলতে যা তাই একটু পর বর্তমান। তাই সুন্দর ভাবে বাঁচতে হলে চাই বর্তমানকে সুন্দর করা। আর বর্তমান সুন্দর হবে স্রেফ পরিশ্রম এর মাধ্যমে।“---মাসলো
  15. সফল তো তারাই হয় যারা কাজটা কিভাবে করবে শুধুমাত্র তাই নিয়ে ভাবে আর সাধারণ মানুষগুলো শুধু ভাবে কাজটা করতে গেলে যেন ঝামেলা পোহাতে না হয়। মূলত এই ব্যাপারটি সফল আর বিফলের মাঝে পার্থক্য গড়ে দেয় কেনোনা বেশিরভাগ মানুষই ঝামেলা বিহীন শান্তি সহকারে কাজ করতে চাই অথচ সফলতার রাস্তা সর্বদায় হয় কণ্টকাকীর্ণ- ঝামেলাপূর্ণ।"---কনফুসিয়াস

সোমবার, ১৪ মার্চ, ২০১৬

বিখ্যাত মনিষীদের স্বরণীয় কিছু উক্তি

  1. সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ৰলে মনে হয়। — হুমায়ূন আজাদ 
  2. বুদ্ধিমানেরা কোনোকিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে । আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে । -হযরত আলী (রাঃ)
  3. যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। - জন সার্কল 
  4. "আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়" -ইবনে সিনা। আল্লাহর কাছে কখনো চেয়ো না ক্ষুদ্র জিনিস কিছু, আল্লাহ ছাড়া কারো কাছে কভু শীর করিওনা নিচু । এক আল্লাহুহ ছাড়া কারো বান্দা হবে না বল, দেখিবে তোমার প্রতাপে পৃথিবী করিতেছে টলমল । -কাজী নজরুল ইসলাম
  5.  সত্যকে ভালবাস, কিন্তু ভুলকে ক্ষমা কর।-ভলতেয়ার
  6. মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্নজীবনী ও বাণী । - ওরসন স্কোরার ফাউলার
  7.  নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়- জন লিভেগেট
  8. যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য ও নেই উইলিয়াম ল্যাংলয়েড
  9.  বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিসহ করে তোলে - মিল্টন
  10.  একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না ।-জর্জ লিললো 
  11.  জীবনের ৩ টি আজব স্টেজ !
১) ভার্সিটি জীবন> সময় থাকে,বন্ধু থাকে, শক্তি থাকে কিন্তু পয়সা থাকে না !
    ২) চাকরি জীবন> বন্ধু থাকে,শক্তি থাকে,পয়সা থাকে কিন্তু সময় থাকে না !!
      ৩) বৃদ্ধ জীবন> পয়সা থাকে,সময় থাকে কিন্তু বন্ধু আর শক্তি থাকে না !!!
      হুমায়ূন আজাদ বানি









      রবিবার, ১৩ মার্চ, ২০১৬

      হুমায়ন আহমেদ এর বানী

      হুমায়ন আহমেদ এর বানী
      হুমায়ন আহমেদ এর উক্তি

      1. দিনকাল পাল্টে গেছে, এখন আর মানুষ আগের মতো নাই।মওলানা ধরনের মানুষের দিকে এখন আর আগের মতো ভয়-মিশ্রিত শ্রদ্ধার চোখে কেউ তাকায় না। মওলানাও যে বিবেচনায় রাখার মতো একজন, কেউ তাও বোধহয় মনে করে না।  –হুমায়ূন আহমেদ
      2. “ওর কিছু নিজস্ব বিচিত্র লজিক আছে। সে ঐ লজিকে চলে । অন্য কারো কথাই শোনেনা । আমার কথাও শুনবেনা । –হুমায়ূন আহমেদ
      3. কয়েক মুহুর্তের জন্যে আমার ভেতর এক ধরনের বেভ্রম তৈরী হল. মনে হল আমার আর হাটার প্রয়োজন নেই. মহাপুরুষ না, সাধারণ মানুষ হয়ে মমতাময়ী এই তরুনিতির পাশে এসে বসি. যে নীলপদ্ম হাতে নিয়ে জীবন শুরু করেছিলাম, সেই প্দ্ম্গুলি তার হাতে তুলে দেই. তারপরেই মনে হলো - এ আমি কি করতে যাচ্ছি! আমি হিমু - হিমালয়।”― হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম
      4. ঝর বৃষ্টির রাত হলেই এলিটা আমার সঙ্গে পক্খিমানবের সন্ধানে বের হয়.মানব জাতির সমস্যা হচ্ছে তাকে কোনো না কোনো সন্ধানে জীবন কাটাতে হয়. অর্থের সন্ধান, বিত্তের সন্ধান, সুখের সন্ধান, ভালবাসার সন্ধান, ইশ্বরের সন্ধান।আমি আর এলিটা সন্ধান করছি সামান্য পক্খিমানবের।”― হিমু এবং একটি রাশিয়ান পরী
      5. হিমু ভাই!''বল''যাবার আগে আপনি কি বলে যাবেন আপনি কে?' আমি বললাম, 'মারিয়া, আমি কেউ না. I am nobody.' আমি আমার এক জীবনে অনেককে এই কথা বলেছি - কখনো আমার গলা ধরে যায়নি, বা চোখ ভিজে অঠেনি। দুটা ব্যাপারী এই প্রথম ঘটল.”― হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম
      6. আমার সঙ্গে কি আছে জানিস? পদ্ম। নীলপদ্ম। পাচটা নীলপদ্ম নিয়ে ঘুরছি। কি অপূর্ব পদ্ম। কাউকে দিতে পারছিনা। দেয়া সম্বব নয়. হিমুরা কাউকে নীলপদ্ম দিতে পারে না.”― হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম
      7. “হিমুর প্রতিটি কথা ভুয়া। সত্যি কথা সে অতীতে কোনোদিন বলেনি। ভবিষ্যতেও বলবে না।”― Humayun Ahmed, সে আসে ধীরে
      8. “জোছনা দেখতে দেখতে, আমার হটাৎ মনে হলো, প্রকৃতির কাছে কিছু চাইতে নেই, কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না.”― Humayun Ahmed, দরজার ওপাশে
      9. চানসোনা জবাব দিলো না. যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল. কতকাল আগে এক শ্রাবণ মাসে তের বছরের চানসোনা এই গ্রামে এসেছিল্. লম্বা ঘোমটার ফাঁকে অবাক হয়ে দেখেছিল ভাটি অচ্ঞল. অজানা এই জায়গাটার জন্য কেমন এক ধরনের মমতা জন্মেছিল্. আজ এই মমতা বহুগুণে বেড়ে তাকে ভাসিয়ে নিতে চাইছে. এতটুকু মাত্র শরীর মানুষের এই মমতা সে কোথায় ধারণ করে?”― Humayun Ahmed“অপরাহ্ন্”
      10. দিতে পার একশ' ফানুস এনে আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই।” ― Humayun Ahmed, শঙ্খনীল কারাগার “জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবছি।”― Humayun Ahmed

      হুমায়ুন আহমেদ স্যারেরএর চিরন্তন বাণী বা উক্তি

      হুমায়ুন আহমেদ স্যারেরএর চিরন্তন বাণী বা উক্তি
      হুমায়ুন আহমেদ চিরন্তন বাণী & উক্তি


      1.  বাবা-মা’র প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাসে, বা-মা হাসে। খেলনা যখন কাঁদে বাবা-মা’র মুখ অন্ধকার হয়ে যায়। — আমার ছেলেবেলা – হুমায়ূন আহমেদ
      2.  মাঝে মাঝে তুচ্ছ বিষয় চোরাকাঁটার মত মনে লেগে থাকে… ব্যথা দেয় না,অস্বস্তি দেয়…. –হুমায়ুন স্যার
      3.  যে সব মানুষের নাক সেনসেটিভ হয় তাদের কান কম সেনসেটিভ হয়। প্রকৃতি একটা বেশী দিলে অন্যটা কমিয়ে দেয়। (বাদল দিনের দ্বিতীয় কদম ফুল)- হুমায়ূন আহমেদ
      4.  মানুষের মন বিচিত্র জিনিস। সমস্ত নক্ষত্র পূঞ্জে যে জটিলতা ও রহস্য তার থেকেও রহস্যময় মানুষের মন। - হুমায়ূন আহমেদ
      5. মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না। মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ”- রোদনভরা এ বসন্ত ;\
      6.  কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়.. তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না.. তাদের কিছু অবাক্ত কথা মনের গভীরেই রয়ে যায় .. আর কিছু কিছু স্মৃতি - এক সময় পরিনত হয় — দীর্ঘ শ্বাসে . _______হুমায়ূন আহমেদ
      7. মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়। ____ হুমায়ূন আহমেদ
      8. কিছু কিছু পুরুষ আছে যারা রূপবতী তরুণীদের অগ্রাহ্য করে একধরনের আনন্দ পায়। সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয়, এবং নারী সঙ্গের জন্যে তীব্র বাসনা বুকে পুষে রাখে। ___ হুমায়ূন আহমেদ
      9.  তুমি একটা খারাপ কাজ করেছো তার মানে তুমি একজন মানুষ, তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত তার মানে তুমি একজন ভাল মানুষ। -হুমায়ূন আহমেদ
      10. সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সে ও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহা পুরুষদের | ___হুমায়ুন আহমেদ
      11. বড় বড় ব্যাপারগুলি সহজেই ঝেড়ে ফেলা যায় কিন্তু তুচ্ছ ব্যাপারগুলি চোরকাঁটার মত কিছুতেই তাড়ানো যায় না ! –হুমায়ূন আহমেদ
      12.  সব মানুষকেই বিনয়কে এদেশে দুর্বলতা মনে করা হয়, বদমেজাজকে ব্যক্তিত্ব ভাবা হয়। —হুমায়ূন আহমেদ
      13. মানুষ খুবই স্বাধীন প্রাণী কিন্তু অদ্ভুত কারণে সে ভালবাসে শিকল পরে থাকতে। –হুমায়ুন আহমেদ।
      14. দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না। —হুমায়ুন আহমেদ
      15. ভালোবাসা ও ঘৃনা দুটাই মানুষের চোখে লিখা থাকে!-ঘেঁটু পুত্র কমলা;
      16.  ভাল লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে। - –হুমায়ূন আহমেদ
      17. মিথ্যা হলো শয়তানের বিয়ের মন্ত্র। মিথ্যা বললেই শয়তানের বিয়ে হয়। বিয়ে হওয়া মানেই সন্তান-সন্ততি হওয়া। একটা মিথ্যার পর আরো অনেকগুলি মিথ্যা বলতে হয় এই কারণেই।পরের মিথ্যাগুলি শয়তানের সন্তান।”-----এই মেঘ, রৌদ্র-ছায়া
      18. মানুষের স্বভাব হলো, কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে সেই ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছে করে, আবার কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছা করে।”---আঙ্গুল কাটা জগলু
      19. শিকল দিয়ে কাউকেই বেঁধে রাখা হয় না । তারপরেও সব মানুষই কোনও - না - কোনও সময় অনুভব করে তার হাত - পায়ে কঠিন শিকল । শিকল ভাঙতে গিয়ে সংসার - বিরাগী গভীর রাতে গৃহত্যাগ করে । ভাবে ,মুক্তি পাওয়া গেল । দশতলা বাড়ির ছাদ থেকে গৃহী মানুষ লাফিয়ে পরে ফুটপাতে । এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায় ।”― মৃন্ময়ী
      20. “বিবাহ এবং মৃত্যু এই দুই বিশেষ দিনে লতা-পাতা আত্মীয়দের দেখা যায়। সামাজিক মেলামেশা হয়। আন্তরিক আলাপ আলোচনা হয়।---একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা

      হুমায়ন আহমেদ এর বিখ্যাত উক্তি সমূহ ।

      হুমায়ন আহমেদ বানী


      1. পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে…কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে… —–হুমায়ুন আহমেদ  
      2. তরুণী মেয়েদের হঠাৎ আসা আবেগ হঠাৎ চলে যায়। আবেগকে বাতাস না দিলেই হলো।আবেগ বায়বীয় ব্যাপার, বাতাস পেলেই তা বাড়ে। অন্য কিছুতে বাড়ে না | ___ হুমায়ুন আহমেদ
      3. পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। —হুমায়ূন আহমেদ
      4. এই পৃথিবীতে প্রায় সবাই, তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে| _____হুমায়ূন আহমেদ
      5. সবাই তোমাকে কষ্ট দিবে, কিন্ত তোমাকে এমন একজনকে খুজে নিতে হবে, যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে| ________হুমায়ূন আহমেদ
      6. অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, অথবা সুন্দর দুর থেকে। কাছে এলেই আকর্ষণ কমে যায়। মানুষই একই। কারো সম্পর্কে যত কম জানা যায়, সে তত ভাল মানুষ। -হুমায়ূন আহমদ
      7. বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে। —-হুমায়ুন আহমেদ
      8. কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে।নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।” -হুমায়ূন আহমেদ
      9. যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক । কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেকবেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না।”
      10. পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়। টাকা পয়সার কষ্ট নয়- মানসিক কষ্ট।- হুমায়ূন আহমেদ মায়ের গায়ে কোন দোষ লাগে না। ছেলে-মেয়ে মায়ের ত্রুটি দেখবে না। অন্যেরা হয়ত দেখবে, সন্তান কখনও না। - হুমায়ূন আহমেদ
      11. কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে, আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয়! ____(হুমায়ূন আহমেদ)
      12. বয়সকালেই মানুষ ছোট খাট ভুল করতে থাকে। ছোটখাটো ভুল করা যখন অভ্যাস হয়ে যায় তখন করে বড় ভুল !- জোছনা ও জননীর গল্প; হুমায়ূন আহমেদ
      13. কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে। গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নাও, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার ন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ। -হুমায়ুন আহমেদ
      14. কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মত। —হুমায়ূন আহমেদ
      15.  ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনও প্রেম জাগে না। যা জাগে সেটা হল সহানুভূতি | ___হুমায়ুন আহমেদ
      16. মানুষ ট্রেইনের মত এক লাইনে চলে। তবে বিশেষ ঘটনার পর নতুন লাইন পাওয়া যায়। -হুমায়ুন আহমেদ
      17. যে একদিন পড়িয়েছে সে শিক্ষক । সারাজীবনই শিক্ষক। আবার যে একদিন চুরি করেছে সে কিন্তু রাজীবনই চোর না, তাহলে পৃথিবীর সব মানুষই চোর হত _____ হুমায়ুন আহমেদ
      18. সমুদ্রের জীবনে যেমন জোয়ার-ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল। –হুমায়ূন আহমেদ
      19. পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়। টাকা পয়সার কষ্ট নয়- মানসিক কষ্ট। – হুমায়ূন আহমেদ
      20. মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা জিনিস নিয়ে মাতামাতি করা। — হুমায়ূন আহমেদ

      শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

      humayun ahmed bani // হুমায়ন আহমেদ বানী ।

      humayun ahmed bani  হুমায়ন আহমেদ বানী ।
      1. ভালোবাসা যদি তরল পানির মত কোন বস্তু হত, তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত। এমন কি হিমালয় পর্বতও----হুমায়ূন আহমেদ
      2. আমি আমার নিজের দেশ নিয়ে অসম্ভব রকম আশাবাদী৷ আমাকে যদি একশোবার জন্মাবার সুযোগ দেয়া হয় আমি একশোবার এই দেশেই জন্মাতে চাইব৷ এই দেশের বৃষ্টিতে ভিজতে চাইব৷ এই দেশের বাঁশবাগানে জোছনা দেখতে চাইব----হুমায়ূন আহমেদ
      3. মায়ের সঙ্গে মিল আছে এই জাতীয় মেয়ের প্রতি পুরুষেরা প্রচন্ড আকর্ষন বোধ করে----হুমায়ূন আহমেদ
      4. কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়----হুমায়ূন আহমেদ
      5. মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। সে চায় তাঁকে খুঁজে বের করুক।----হুমায়ূন আহমেদ
      6. সব গ্রেটম্যানরাই কোনো না কোনো সময়ে বাড়ি থেকে পালিয়েছেন। একমাত্র ব্যতিক্রম রবি ঠাকুর।----হুমায়ূন আহমেদ
      7. আলো যেমন চারপাশ আলো করে তোলে একজন পবিত্র মানুষও তার চারপাশ আলো করে তুলবেই।----হুমায়ূন আহমেদ
      8. যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব সাবধান। দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে- অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্নশ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ।----হুমায়ূন আহমেদ
      9. ভালোবাসা ও ঘৃনা দুটাই মানুষের চোখে লিখা থাকে!!----হুমায়ূন আহমেদ
      10. মানুষকে ঘৃণা করার অপরাধে কাউকে কখনও মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, অথচ মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়ত হবে----হুমায়ূন আহমেদ
      11. একজন কাছের মানুষ আরেকজন কাছের মানুষকে তখনি ভয় করে যখন সে তাকে বুঝতে পারে না।----হুমায়ূন আহমেদ
      12. পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যার্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যার্থ করা খুবই কঠিন।----হুমায়ূন আহমেদ
      13. সব পাখি জোড়ায় জোড়ায় ওড়ে। পক্ষীকুলে শুধুমাত্র চিলকেই নিঃসঙ্গ উড়তে দেখা যায়। নিঃসঙ্গতার আনন্দের সাথে এই পাখিটার হয়তো বা পরিচয় আছে।----হুমায়ূন আহমেদ
      14. জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি।----হুমায়ূন আহমেদ
      15. সমুদ্রের জীবনে যেমন জোয়ার-ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল।----হুমায়ূন আহমেদ
                  Follow Me Facebook: Click Here                        Follow Me Google +  Click Here

      humayun ahmed bani মায়ের সঙ্গে মিল আছে এই জাতীয় মেয়ের প্রতি পুরুষেরা প্রচন্ড আকর্ষন বোধ করে----হুমায়ূন আহমেদ humayun ahmed bani