সোমবার, ১৪ মার্চ, ২০১৬

বিখ্যাত মনিষীদের স্বরণীয় কিছু উক্তি

  1. সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ৰলে মনে হয়। — হুমায়ূন আজাদ 
  2. বুদ্ধিমানেরা কোনোকিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে । আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে । -হযরত আলী (রাঃ)
  3. যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। - জন সার্কল 
  4. "আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়" -ইবনে সিনা। আল্লাহর কাছে কখনো চেয়ো না ক্ষুদ্র জিনিস কিছু, আল্লাহ ছাড়া কারো কাছে কভু শীর করিওনা নিচু । এক আল্লাহুহ ছাড়া কারো বান্দা হবে না বল, দেখিবে তোমার প্রতাপে পৃথিবী করিতেছে টলমল । -কাজী নজরুল ইসলাম
  5.  সত্যকে ভালবাস, কিন্তু ভুলকে ক্ষমা কর।-ভলতেয়ার
  6. মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্নজীবনী ও বাণী । - ওরসন স্কোরার ফাউলার
  7.  নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়- জন লিভেগেট
  8. যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য ও নেই উইলিয়াম ল্যাংলয়েড
  9.  বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিসহ করে তোলে - মিল্টন
  10.  একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না ।-জর্জ লিললো 
  11.  জীবনের ৩ টি আজব স্টেজ !
১) ভার্সিটি জীবন> সময় থাকে,বন্ধু থাকে, শক্তি থাকে কিন্তু পয়সা থাকে না !
    ২) চাকরি জীবন> বন্ধু থাকে,শক্তি থাকে,পয়সা থাকে কিন্তু সময় থাকে না !!
      ৩) বৃদ্ধ জীবন> পয়সা থাকে,সময় থাকে কিন্তু বন্ধু আর শক্তি থাকে না !!!
      হুমায়ূন আজাদ বানি









      কোন মন্তব্য নেই:

      একটি মন্তব্য পোস্ট করুন