মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

সফলতার জন্য বিখ্যাত উক্তি বা বাণী


  1. পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার সামাথ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে অপদার্থই ভেবে যাবে । 
    মার্ক টোয়েন বিখ্যাত উক্তি
  2. "অপেক্ষা করবেন না সুসময়ের জন্য, সময় কখনই কাওকে উত্তম সময় দান করে না। কিছু না কিছু সমস্যা,ঝামেলা,চ্যালেঞ্জ এসে সামনে দাঁড়াবেই।এরই মাঝে নিজেকে এগিয়ে নিতে হবে,আর তাই শুরু করতে হবে আজই, প্রতিটা পদক্ষেপের মাধ্যমে জানতে পারবেন নতুন উপাই,শিখতে পারবেন নতুন কিছু,করতে পারবেন নতুন জিনিস ফলে হবেন আরও শক্তিশালী ফলে আপনাকে নিয়ে যাবে নিশ্চিত সফলতার দিকে"।---মার্ক ভিক্টর
  3. পৃথিবীর যে কোনও কিছু তৈরি অথবা যে কোনও কিছু করার মূল হাতিয়ারই হল কাজ করা। কোনও কিছুই আপনি করতে পারবেন না যদি তা করার জন্য আপনার চেষ্টা না থাকে,কোনও কিছুই আপনি বানাতে পারবেন না যদি আপনি নিজে তাকে গড়তে না চান।শারীরিক শক্তি দিয়ে কোনও কিছুই হয় না।বুদ্ধিমত্তার জোরেও আপনি একটা জাইগায় যেয়ে আটকে যাবেন কিন্তু পরিশ্রম আর কাজ করার গুণের মাধ্যমে আপনি পারবেন একটা কিছু তৈরি করতে বা নিজে কিছু একটা হয়ে যেতে এমনকি শারীরিক যে শক্তির ব্যাপার তাও অর্জন হয় শক্তি অর্জনের চেষ্টার মাধ্যমে এমনিভাবে বুদ্ধিমত্তারও বিকাশ ঘটে শুধু আপনার চেষ্টার মাধ্যমে আর চেষ্টার আরেক নামই হল পরিশ্রম,পরিশ্রম এবং পরিশ্রম!!"<-----ক্যালভিন কলিজ
  4. গল্প সব সময় সুন্দর হয় কারন বিষয়বস্তু সুন্দর থাকে। অথচ লোকে সেই সব গল্পই বেশি পছন্দ করে যা বেশি অ্যাডভেঞ্চার দেয় , ঠিক তেমনিভাবে সহজ কিছুতেই পার পেয়ে যাবেন ভাবলে তা হবে সাধারণ গল্পের ন্যায় সাধারণ জিনিস,অথচ সকল কিছু সামলে উঠে কঠোর স্রমে যদি কিছু লব্ধ হয় তবে তাই হবে সত্যিকারের সফলতার গল্প"।---আব্রাহাম লিংকন
    আব্রাহাম লিংকন বানী
  5. “বাইরের কোনও জিনিস বা শক্তি আপনাকে সফল করে তুলতে পারবে না। বরং এটা আপনি আর আপনার মন। আপনি যদি মনে করেন আপনি পারবেন আর সেই অনুযায়ী চেষ্টা চালান তবে নিশ্চিত আপনি সফল হবেন।কিন্তু এই ছোট্ট ব্যাপারটি সহজেই কেও বোঝে না এবং মানেও না।তবে হ্যাঁ, আপনি বুঝে মেনে চলুন-আপনি সফল হবেন”।---মার্কাস অরেলাস।
  6. তাদের থেকে দূরে থাকুন যারা আপনার লক্ষ্য পূরণের ব্যাপারে আপনাকে নিরাশ করে। ক্ষুদ্র ব্যক্তি মাত্রই এমনটা করে কেনোনা তারা নিজেরা পরিশ্রম করে না ফলে পরিশ্রমের কোনও জিনিস তারা ভাবতেও পারে না। তাদেরকে বন্ধু বানান যারা আপনার লক্ষ্যকে স্বাগত জানায় আর বলে-এটা সম্ভব এবং আপনি পারবেন”।---মার্ক টোয়েন
  7. আত্মবিশ্বাসই হল সফলতার প্রথম সোপান যদিও সম্পূর্ণ সিঁড়ি আপনি দেখতেও না পান”।---মার্টিন লুথার কিং
  8. তোমার মনের উপর তোমার নিয়ন্ত্রন রয়েছে ! এক মাত্র তুমিই পারো তোমার মনকে এক নিমিষে ভালো করে তুলে সফলতার দ্বারে পৌঁছে যেতে ! বাইরের কোনও কিছুই তোমাকে জাগাতে পারবে না যদি নিজে থেকে না জাগো। তাই সকল বাঁধা উপেক্ষা করে নিজের উপর প্রথমে নিয়ন্ত্রন নিয়ে এসো - সফলতা তোমার থেকে খুব বেশি দূরে নয়।"---মার্কাস অরেলাস
  9. আত্মবিশ্বাস হল তুমি পদক্ষেপ গ্রহন করলে যদিও তুমি দেখতে পাচ্ছো না আসলে সামনে কি অপেক্ষা করছে কেনোনা তোমার বিশ্বাস আছে তুমি অবশ্যই দ্বারে পৌঁছে যাবে আর এটাই হল আত্মবিশ্বাস"। ---মার্টিন লুথার কিং
  10. যদি তুমি সত্যিয় কোনও কিছু করে দেখাতে চাও তবে উপাই আছে একটাই-তুমি নিজে কাজটি করো"।---নেপোলিয়ান বোনাপার্ট
  11. যে পরিশ্রম করতে জানে তাকে হারানোর সাধ্য কারও নেই”।----বেব রুথ
  12. আমি যখন ছোট ছিলাম তখন একটা জিনিস খেয়াল করে দেখতাম যে আমি যদি ১০ বার চেষ্টা করতাম তবে মাত্র একবার সফল হতাম। এই জন্যই আমি ১০গুন ১০ অর্থাৎ ১০০ বার চেষ্টা করতাম ফলে আমার সফলতার মাত্রা ছিল ১০০ তে ১০ বার।আর বিফলতার মাত্রা যতো বেশিয় হোক না কেন আমার ১০ বারের সফলতার ফল সমস্ত ব্যর্থতার মাত্রাকে ছাড়িয়ে গেছে আর এটা শুধু আমার জন্যই না, সকলের জন্যই প্রযোজ্য”।---জর্জ বার্নাড’শ
  13. তিনটি জিনিস প্রয়োজন জীবনে সফল হতে,এক-কঠোর পরিশ্রম, দুই-লেগে থাকা আর তিন- সাধারণ বিচার বুদ্ধি”।---থমাস আল্ভা এডিসন
  14. অতীতের কথা ভেবে নিজেকে দোষী ভাবাটা স্বাভাবিক, ভবিষ্যৎ এর কথা ভেবে হতাশায় মুষড়ে পড়াটা স্বাভাবিক , কিন্তু মানুষ বেঁচে থাকে তার বর্তমানকে নিয়ে। কারন ভবিষ্যৎ বলতে যা তাই একটু পর বর্তমান। তাই সুন্দর ভাবে বাঁচতে হলে চাই বর্তমানকে সুন্দর করা। আর বর্তমান সুন্দর হবে স্রেফ পরিশ্রম এর মাধ্যমে।“---মাসলো
  15. সফল তো তারাই হয় যারা কাজটা কিভাবে করবে শুধুমাত্র তাই নিয়ে ভাবে আর সাধারণ মানুষগুলো শুধু ভাবে কাজটা করতে গেলে যেন ঝামেলা পোহাতে না হয়। মূলত এই ব্যাপারটি সফল আর বিফলের মাঝে পার্থক্য গড়ে দেয় কেনোনা বেশিরভাগ মানুষই ঝামেলা বিহীন শান্তি সহকারে কাজ করতে চাই অথচ সফলতার রাস্তা সর্বদায় হয় কণ্টকাকীর্ণ- ঝামেলাপূর্ণ।"---কনফুসিয়াস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন