বুধবার, ১৬ মার্চ, ২০১৬

কাজী নজরুল ইসলাম এর বাণী


কাজী নজরুল ইসলাম এর বাণী
কাজী নজরুল ইসলাম উক্তি
কাজী নজরুল ইসলাম।
  1. ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জরতার ।  -----কাজী নজরুল ইসলাম।
  2. ভালোবাসা যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না  -----------------কাজী নজরুল ইসলাম
  3. সত্য যদি লক্ষ্য হয়, সুন্দর ও মঙ্গলের সৃষ্টি সাধনা ব্রত হয়, তবে তাহার লেখা সম্মান লাভ করিবেই করিবে॥------------------কাজী নজরুল ইসলাম
  4. কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পুর্ণ আলাদা ।কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন । -----------—-কাজী নজরুল ইসলাম
  5. শুণ্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙ্গিছো গড়িছো নীতি ক্ষণে ক্ষণে নির্জনে প্রভু নির্জনে খেলিছো -------------–কাজী নজরুল ইসলাম
  6. নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই,তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই । ---------------–কাজী নজরুল ইসলাম
  7. ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই। ------------–কাজী নজরুল ইসলাম
  8. প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন। ---------------–কাজী নজরুল ইসলাম
  9. অন্ধের মতো কিছু না বুঝিয়া, না শুনিয়া, ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না । নিজের বুদ্ধি, নিজের কার্যশক্তিকে জাগাইয়া তোলে । -----------------কাজী নজরুল ইসলাম
  10. আর্থ দিয়ে মাড়োয়ারিকে, জমিদার, মহাজনকে বা ভিখারিকে হয়তো খুশি করা যায়, কিন্তু কবিকে খুশি করা যায় না । _______কাজী নজরুল ইসলাম
  11. মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই .আমি যেন মসজিদেরই আযান শুনতে পাই .---------------------কাজী নজরুল ইসলাম
  12. সত্যকে অস্বীকার করিয়া ভশ্তামি দিয়া কখনো মঙ্গল উৎসবের কল্যাণ প্রদীপ জ্বলিবে না  । ---------------------কাজী নজরুল ইসলাম
  13. যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার ওপর ইমারত যতবার খাঁড়া করা যাবে, ততবার তা পড়ে যাবে ।.---------------------কবি কাজী নজরুল ইসলাম
  14. খোদার কি আশ্চর্য মহিমা । রাজা--যার অত ধন মালামাত্তা, অত প্রতাপ, সেও মরে মাটি হয় । আর যে ভিখারি খেতে না পেয়ে তালপাতার কুঁড়েতে কুঁকড়ে মরে পড়ে থাকে, সেও মাটি হয় । --------------------কাজী নজরুল ইসলাম
  15. শোন মর্ত্যের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লীব  । --------------------কবি কাজী নজরুল ইসলাম
  16. তিনিই আর্টিস্ট, যিনি আর্ট ফুটাইয়া তুলিতে পারেন । আর্টের অর্থ সত্য প্রকাশ এবং সত্য মানেই সুন্দর; সত্য চিরমঙ্গলময় । --------------------কাজী নজরুল ইসলাম
  17. অসুন্দর পৃথিবীকে সুন্দর করতে; সর্বনির্যাতন থেকে মুক্ত করতেই মানুষের জন্ম। --------------------কাজী নজরুল ইসলাম
  18. অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যেকে অস্বীকার করে ফেলা হয় । তাতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে ও রকম মেয়েলি বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো । --------------------কাজী নজরুল ইসলাম
  19. অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যেকে অস্বীকার করে ফেলা হয় । তাতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে ও রকম মেয়েলি বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো । --------------------কাজী নজরুল ইসলাম
  20. ব্যার্থ না হওয়ার সব চাইতে নিশ্চিন্ত পথ হলো সাফল্য অর্জনে দৃঢ় সঙ্কল্প হওয়া  । --------------------কাজী নজরুল ইসলাম

২টি মন্তব্য: