শনিবার, ১৬ মে, ২০১৫

হুমায়ন আহমেদ


  1. মানুষের জীবনে প্রোগ্রাম ছাড়া কিছু অংশ থাকা দরকার। যে অংশে আগেভাগে কিছু ভাবা হবে না - যা হবার হবে।-----হুমায়ন আহমেদ 
  2. অল্প কথায় মিথ্যা বলা যায় না। সামান্য মিথ্যাও অনেক ফেনিয়ে ফানিয়ে বলতে হয়।"-----হুমায়ন আহমেদ 
  3. "আমরা যে সবাই রাজা না, কেউ কেউ রাজা কেউ কেউ প্রজা, পরীক্ষা নামক ব্যবস্থাটা তা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়।" -----হুমায়ন আহমেদ 
  4. মেয়েরা যে আয়নায় নিজের মুখ ছাড়া অন্য কোনো মুখের দিকে ভালো মত তাকায় না এটা বোধহয় ঠিক।-----হুমায়ন আহমেদ 
  5. 'সারা জীবন পাশাপাশি থেকেও একজন মানুষ অন্য একজনকে বুঝতে পারে না।'-----হুমায়ন আহমেদ 
  6. অর্থের ক্ষমতাই সবচেয়ে বড় ক্ষমতা।'-----হুমায়ন আহমেদ 
  7. "ঘুমের মধ্যে বৃষ্টি নামলে চমৎকার হয়। বৃষ্টির শব্দটা কোনো না কোনো ভাবে ঘুমন্ত মানুষের মাথায় ঢুকে যায়। ঝমঝম শব্দে আনন্দময় বাজনা মাথার ভেতরে বাজতে থাকে। মানুষের অবচেতন মন বৃষ্টির গান খুব পছন্দ করে।'-----হুমায়ন আহমেদ 
  8. 'পুলিশের অনেক কথাই বাইরে অর্থ‌হীন মনে হয়। থানা হাজতে ঢোকার সঙ্গে সঙ্গে প্রতিটি শব্দের অর্থ পরিষ্কার হয়ে যায়।' -----হুমায়ন আহমেদ
  9. 'যারা গদ্য লেখে শিকড় গজানো তাদের জন্য সমস্যা হয় না। কবিদের জন্য হয় সমস্যা। কবিদের শিকড় থাকতে হয় না। চলমান ছন্দের মত কবিদেরও হতে হয় চলমান।' -----হুমায়ন আহমেদ
  10. "কষ্টের ব্যাপার গুলো মানুষের ভালো মনে থাকে না। সে কখনো মনে রাখতে চায় না। কিন্তু সুখের ব্যাপার গুলো সে খুব ভালো ভাবে মনে থাকে। কারণ এগুলো নিয়ে প্রায়ই ভাবা হয়।"-----হুমায়ন আহমেদ
  11. বর্ষবরণ এবং ছায়ানট এখন সমার্থক। দিনের শুরু ছায়ানটের গান দিয়ে। সূর্য ওঠার আগে রমনা বটমূল লোকারণ্য। ছোট বাচ্চাদের কেউ মায়ের হাত ধরে এসেছে, কেউ এসেছে বাবার ঘাড়ে চেপে। বটগাছের পাখিরা কিচিরমিচির করে অস্থির। প্রতিবছর এই দিনে কিছু একটা হয়, এটা এখন পাখিরাও জানে। তারা অপেক্ষা করে কখন গাওয়া হবে-
    'এসো হে বৈশাখ এসো এসো-

    তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে।'
    মজার ব্যাপার হচ্ছে, আমি আমার দীর্ঘ জীবনে রমনা বটমূলের অনুষ্ঠানে যাইনি। কিছু কিছু অনুষ্ঠান আমার টিভির পর্দায় দেখতে ভালো লাগে। যেমন: ক্রিকেট খেলা, বর্ষবরণ উৎসব, একুশের মধ্যরাতে শহীদ মিনারে পুষ্পদান। নিজে উপস্থিত না হয়ে টিভিপর্দায় অনুষ্ঠান দেখার আসল মজা অদৃশ্য হয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকা। আমার অদৃশ্য মানব হতে ভালো লাগে।
    দুই বছর আগে হঠাৎ আবিষ্কার করলাম, পহেলা বৈশাখে অদৃশ্য মানব হওয়া সম্ভব নয়। কারণ আমি তখন সুইডেনে।
    -----হুমায়ন আহমেদ
  12. এই ক্ষুদ্র দেশটির অবস্থান ভারতের পূর্বে। দেশটির দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে হিমালয় পর্বতমালা। ট্রপিক্যাল জোনের বেনানা বেল্টে এর অবস্থান।

    বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই দেশের জনগোষ্ঠীর নব্বই শতাংশই দারিদ্র্যসীমার নিচে বাস করে। দারিদ্র্যের সঙ্গে দুর্নীতি সম্পর্কযুক্ত। দুর্নীতিতে শীর্ষ সূত্রে প্রায় প্রতিবারই এই দেশের নাম আসে। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে (বন্যা, জলোচ্ছ্বাস, খরা) আছে মানুষের সৃষ্ট দুর্যোগ। যেমন- জঙ্গি মৌলবাদ। এরা দেশে ইসলামী শাসন কায়েম করতে চায়। এই উদ্দেশ্যে প্রায়ই তারা বোমাবাজি করে। দেশটিতে আমেরিকার মতোই প্রধান দুটি দল। পরস্পরের প্রতি এদের আচরণ অত্যন্ত বিদ্বেষপূর্ণ। যে দল ক্ষমতায় থাকে না, তার প্রধান লক্ষ্য থাকে হরতাল দিয়ে দেশকে অচল করে দেওয়া। হরতাল মানেই দোকানপাট, গাড়ি ভাঙচুর।

    গাড়ি ভাঙা এই দেশের সংস্কৃতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। অতি তুচ্ছ কারণে এরা শত শত গাড়ি ভাংচুর করে। আইন-শৃঙ্খলা।
    -----হুমায়ন আহমেদ
  13. এই পৃথিবীতে দু'ধরণের মানুষ খুন হয়। প্রবল ঘৃণার মানুষ এবং প্রচন্ড ভালোবাসার মানুষ।-----হুমায়ন আহমেদ
  14. "বড় ধরণের ক্যালামিটির জন্য মানসিক প্রস্তুতি দরকার। মানসিক প্রস্তুতি থাকে না বলেই আমরা কোনো বিপদের মুখোমুখি দাঁড়াতে পারি না।-----হুমায়ন আহমেদ
  15. "বৃষ্টি দেখে মন উতালা হবার তেমন কোনো বাস্তব কারণ নেই। ব্যবস্থাটা প্রকৃতি করে রেখেছে। সমস্ত প্রাণীকূলের জিনে কিছু তথ্য দিয়েছে। এই তথ্য বলছে- আকাশ যখন মেঘে ঢেকে যায় তখন তোমরা উতালা হবে। শুধু প্রাণীকুল না বৃক্ষকুলের জন্যও একই তথ্য।"-----হুমায়ন আহমেদ
  16. "নতুন বউরা স্বামীর বন্ধুদের সহ্য করতে পারে না। কিন্তু এমন ভাব দেখায় যেন স্বামীর বন্ধুদের জন্য খুব ব্যস্ত।"-----হুমায়ন আহমেদ
  17. "মানুষ হলো মাছধরা জালের মত। মাছধরা জালে দুই একটা সূতা ছেঁড়া থাকে। মানুষের জালেও তেমন ছেঁড়া সূতা আছে। সূতার ছেঁড়া জায়গাটা হলো তার দুর্বল জায়গা। আক্রমন করতে হয় দুর্বল জায়গায়।"
  18. সডিপিও সাহেবের মেজো ছেলে জাফর ইকবাল ভয়ে ভয়ে বলল, আপনি কোথায় থাকেন?জ্বী‌ন বলল, আমি থাকি কোহেকাফ নগরে।-বাংলাদেশ কি স্বাধীন হবে?কোনোদিন হবে না।স্বাধীন কেন হবে না?-আমরা সব জ্বী‌ন একত্র হয়ে পাকিস্তানের জন্য দোয়া করি। পাকিস্তান জিন্দাবাদ। জ্বী‌ন আরও কিছু প্রশ্নের জবাব দিল। সবার মাথায় হাত রেখে দোয়া করল এবং বলল, সে আর বেশিক্ষণ এখানে থাকতে পারবে না। কারণ তার চলে যাবার সময় এসেছে। পাকিস্তানের তরক্কির জন্য জ্বী‌ন সমাজে আজ বিশেষ দোয়া হবে। তাকে সেই -----হুমায়ন আহমেদ
  19. "বেঁচে থাকার মত আর কিছুই নেই। কত অপূর্ব সব দৃশ্য চারদিকে, মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায় তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়।" -----হুমায়ন আহমেদ
  20. "অতি প্রিয়জনদের হাত নেড়ে বিদায় জানাতে খুব কষ্ট হয়। আবার এই কষ্টের সঙ্গে এক ধরণের অনন্দও থাকে।"----হুমায়ন আহমেদ
  21. ভালোবাসা আছে বলেই হয়ত আজও পৃথিবী বেঁচে আছে। Mejbah uddin Rabbi
  22. M-u-R


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন